শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫

দুমকিতে পলিথিন বর্জ্য পরিষ্কারে ২ যুবকের স্বেচ্ছাসেবী উদ্যোগ

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে পলিথিন বর্জ্য পরিষ্কারে ২ যুবকের স্বেচ্ছাসেবী উদ্যোগ
শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫


দুমকিতে পলিথিন বর্জ্য পরিষ্কারে ২ যুবকের স্বেচ্ছাসেবী উদ্যোগ

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকি উপজেলায় পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বাড়াতে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করেছেন দুই স্থানীয় যুবক। শুক্রবার বিকেলে উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ধোপারহাট বাজার এলাকায় ছড়িয়ে থাকা পলিথিন ও প্লাস্টিক বর্জ্য তারা নিজ হাতে সংগ্রহ ও অপসারণ করেন।

স্বেচ্ছাসেবী এই উদ্যোগ নেন স্থানীয় তরুণ নান্নু মৃধা ও রাসেল মোল্লা। তাদের এই প্রচেষ্টায় বাজার এলাকা পরিচ্ছন্ন হওয়া ছাড়াও পরিবেশ সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

উদ্যোক্তারা জানান, ধোপারহাট বাজারে ফেলা পলিথিন ও প্লাস্টিক বর্জ্য বৃষ্টির সঙ্গে মিশে ড্রেনের মাধ্যমে আশপাশের ফসলি জমি ও জলাশয়ে গিয়ে পড়ে। এর ফলে জমির উর্বরতা কমে যাচ্ছে এবং খাল-বিলে প্লাস্টিক জমে মাছের প্রজনন ও আবাসস্থল হুমকির মুখে পড়ছে।

নান্নু মৃধা ও রাসেল মোল্লা বলেন, ‘প্রতিদিন বাজারে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বেড়ে চলেছে। এটি কৃষিজমি ও জলজ পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতেই আমরা স্বেচ্ছায় এই কাজ শুরু করেছি।’

এলাকাবাসী দুই যুবকের উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেছেন। তারা মনে করেন, এতে বাজারের পরিবেশ যেমন সুন্দর হয়েছে, তেমনি পলিথিনের ক্ষতিকর প্রভাব থেকে আশপাশের জমি ও জলাশয়ও রক্ষা পাবে। অনেকের আশা, এই উদাহরণ দেখে আরও তরুণ পরিবেশ রক্ষায় এগিয়ে আসবেন।


এমআর

বাংলাদেশ সময়: ১৫:২৬:১৪ ● ৩৭ বার পঠিত