শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫

বরিশাল-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হোম পেজ » রাজনীতি » বরিশাল-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫


 

বরিশাল-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বরিশাল মহানগর জামায়াত ইসলামীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনার কাছ থেকে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে দলের নেতাদের সঙ্গে নিয়ে বরিশাল-৩ আসনের জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী বরিশাল জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং বরিশাল জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রুহুল আমীন খায়ের।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতাকর্মীরা বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে। বরিশাল-৩ আসনের জনগণ সৎ ও যোগ্য নেতৃত্বের পক্ষে রায় দেবেন।

বাংলাদেশ সময়: ১৫:১০:৫৭ ● ৩৩ বার পঠিত