শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫
১৫ বছর ধরে জলাবদ্ধতা মঠবাড়িয়ায় মৃত স্বজনকে কবর দিতেও হিমশিম গ্রামবাসীর
হোম পেজ » লিড নিউজ » ১৫ বছর ধরে জলাবদ্ধতা মঠবাড়িয়ায় মৃত স্বজনকে কবর দিতেও হিমশিম গ্রামবাসীর

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামে ১৫ বছর ধরে চরম জলাবদ্ধতা বিরাজ করছে। বিষখালী ও বলেশ্বর নদীর সংযোগ খালে নির্মিত অবৈধ বাঁধের কারণে অন্তত ১৫টি গ্রামে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ রয়েছে। এতে হাজারো মানুষের স্বাভাবিক জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বাঁধের কারণে প্রায় ২০ হাজার হেক্টর কৃষিজমি অনাবাদি হয়ে পড়েছে। বহু কৃষক ও মৎস্যজীবী কর্মহীন। সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এমনকি জলাবদ্ধতার কারণে মৃত স্বজনকে দাফন করতেও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বাদুরা গ্রামের বাসিন্দা বাদল শরিফ সাগরকন্যাকে বলেন, বাঁধের কারণে সারা বছর জনদুর্ভোগ লেগেই থাকে। প্রশাসনের কাছে বারবার বাঁধ অপসারণের দাবি জানালেও কোনো ফল পাচ্ছি না।
একই গ্রামের দুলাল খান বলেন, বাঁধে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। কেউ মারা গেলে সহজে কবর দেওয়ারও সুযোগ নেই। দ্রুত এই বাঁধ অপসারণ চাই।
২০২৫ সালের ১ জানুয়ারি ‘বাঁধ অপসারণ আন্দোলন কমিটি’র উদ্যোগে স্থানীয়রা স্বেচ্ছায় বাঁধ অপসারণে এগিয়ে নিলেও মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তা বন্ধ হয়ে যায়। সে সময় দুই মাসের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের।
ক্ষতিগ্রস্ত গ্রামবাসী অবিলম্বে অবৈধ বাঁধ অপসারণ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে। খালগুলোর বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২:৫৪:৫১ ● ৫১ বার পঠিত
