শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫

আগৈলঝাড়ায় মাদ্রাসা উদ্বোধন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় মাদ্রাসা উদ্বোধন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা
শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫


 

আগৈলঝাড়ায় মাদ্রাসা উদ্বোধন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় লুৎফুন নেছা মহিলা হাফিজিয়া মাদ্রাসা উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুম্মাবাদ উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব নুরুজ্জামান ভূঁইয়া। মাদ্রাসাটি তার মা লুৎফুন নেছার নামে নির্মিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইএসপিএবির সভাপতি মো. আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক মো. নাজমুল করিম ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু ও তাইফুর রহমান কচি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী হোসেন স্বপন ভূঁইয়া, যুবদল নেতা মো. সোহাগ ভূঁইয়া এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

মাদ্রাসায় মক্তব, নাজেরা, হিফজ ও হিফজ রিভিশন বিভাগে মেয়েরা আবাসিক ও অনাবাসিকভাবে শিক্ষা নিতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয়রা ফুলের তোরা দিয়ে প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান। মাদ্রাসা উদ্বোধনের পর দোয়া-মোনাজাত পরিচালনা করেন বেলুহার ভূঁইয়া বাড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. রইচ উদ্দিন ভূঁইয়া।

বাংলাদেশ সময়: ১৮:২২:২০ ● ৩২ বার পঠিত