রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫

কুয়াকাটায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫


 

কুয়াকাটায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটায় দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভার অডিটোরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা সিঁড়ির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সিঁড়ির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট চান চান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. নিয়াজ মোর্শেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মো. সাইদুর রহমান, কুয়াকাটা পৌরসভার সাবেক কাউন্সিলর মো. হাবীব শরীফ, সিঁড়ির প্রোগ্রাম ম্যানেজার সিমা রোজারিও এবং ফিল্ড ফ্যাসিলিটেটর মেনকোনাইন ও নেওয়েনসহ সংশ্লিষ্টরা।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। দুর্যোগের আগে প্রস্তুতি গ্রহণই ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর উপায়। তিনি দুর্যোগকালীন করণীয়, নিরাপদ আশ্রয়, উদ্ধার তৎপরতা এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে সমন্বিত পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালায় প্রোগ্রাম ম্যানেজার সিমা রোজারিও ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে করণীয় বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে ঝুঁকি নিরূপণ, পরিবার ও প্রতিষ্ঠানভিত্তিক প্রস্তুতি পরিকল্পনা, প্রাথমিক চিকিৎসা এবং স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীরা এটিকে সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে ভবিষ্যতে নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯:৩৫:২৩ ● ৩৭ বার পঠিত