শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫
সাপ্তাহিক বন্ধের সুযোগে গৌরনদীতে সরকারি জমিতে শ্রমিকদল নেতার দোকান ঘর নির্মাণ
হোম পেজ » বরিশাল » সাপ্তাহিক বন্ধের সুযোগে গৌরনদীতে সরকারি জমিতে শ্রমিকদল নেতার দোকান ঘর নির্মাণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে প্রশাসনের বাঁধা উপেক্ষা করে সরকারি জায়গায় অবৈধভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জামাল সরদারের বিরুদ্ধে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার টরকী বাসস্ট্যান্ডের উত্তর পাশে যাত্রীছাউনী সংলগ্ন সরকারি জমি দখল করে সম্প্রতি মো. জামাল সরদার দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেন। খবর পেয়ে গৌরনদীর এসিল্যান্ড মো. মেহেদী হাসানের নির্দেশে বার্তী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার সাইফুজ্জামান রিফাত নির্মাণ কাজ বন্ধ করে দেন।
তবে শ্রমিকদল নেতা জামাল সরদার প্রভাব খাটিয়ে সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার অতিরিক্ত শ্রমিক নিয়ে তড়িঘড়ি করে দোকান ঘর নির্মাণ কাজ চালিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে মো. জামাল সরদার বলেন, গত ১৯ বছর আগে সওজের জায়গায় আমি দোকান ঘর নির্মাণ করেছিলাম। সম্প্রতি আমার পুরাতন দোকান ঘর মেরামত করেছি।
বার্তী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার সাইফুজ্জামান রিফাত জানান, এসিল্যান্ড স্যারের নির্দেশে সার্ভেয়ারসহ ঘটনাস্থলে গিয়ে মাপজোক করি। জমি সড়ক ও জনপথ বিভাগের। তাই প্রাথমিকভাবে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:৫৯:৩১ ● ৩৬ বার পঠিত
