বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫

পটুয়াখালীর চাঞ্চল্যকর সরোয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

হোম পেজ » ঝালকাঠী » পটুয়াখালীর চাঞ্চল্যকর সরোয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫


 

পটুয়াখালী সদরের চাঞ্চল্যকর সরোয়ার হত্যা মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালী সদর উপজেলার চাঞ্চল্যকর সরোয়ার হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক প্রধান অভিযুক্ত মো. সবুজ আকন (৩৫) কে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ীর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত সবুজ আকন পটুয়াখালী সদর থানার বানিয়াকাঠী এলাকার মৃত আঃ কাদের আকনের ছেলে।

র‌্যাব জানায়, এই হত্যাকাণ্ডটি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চরম চাঞ্চল্যের সৃষ্টি করে। মামলার তদন্তে জানা যায়, ভিকটিম সরোয়ারের কাছ থেকে মামলার প্রধান অভিযুক্ত পূর্বে টাকা ধার নেয়। পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত ১৪ নভেম্বর ২০২৫ বিকেলে পাওনা টাকা নেওয়ার কথা বলে ফোনে ডেকে অভিযুক্তের বাড়িতে নিয়ে যাওয়া হয় ভিকটিমকে। সেখানে পূর্বপরিকল্পিতভাবে মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে অভিযুক্তরা একত্রে তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে সরোয়ার গুরুতর রক্তাক্ত জখম হন।

পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ নভেম্বর সরোয়ারের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত সবুজ আকন পলাতক ছিলেন।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপির যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩২:৪৪ ● ২৭ বার পঠিত