বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫
চরফ্যাশনে মাদ্রাসার সরকারি পাঠ্যবই বিক্রির সময় জনতার প্রতিরোধ
হোম পেজ » লিড নিউজ » চরফ্যাশনে মাদ্রাসার সরকারি পাঠ্যবই বিক্রির সময় জনতার প্রতিরোধ

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
চরফ্যাশনে মাদ্রাসায় চলতি বছরের সরকারি পাঠ্যবই বিক্রির সময় স্থানীয় জনতার প্রতিরোধের মুখে পড়েছে। সেখানকার আহম্মদপুর ইউনিয়নের ফরিদাবাদ ইউনুছিয়া জিহাদুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল সাড়ে ৪ টায় মাদ্রাসা থেকে বিক্রির উদ্দেশ্যে বই বের করার সময় জনতা বইগুলো জব্দ করে। খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গেলে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারীরা দ্রুত সটকে পড়েন।
মাদ্রাসার সুপার জাফর উদ্দিনের বাড়ি সংলগ্ন গজারিয়া বাজার থেকে আসা জনৈক টমটম চালক সাগরকন্যাকে বলেন, সুপার আমাকে বই নিয়ে বিক্রি করতে বলেছিলেন। তাই আমি নিতে এসেছিলাম।
স্থানীয় আব্দুল লতিফ জানান, ২৫ সালের বই চুরি করে বিক্রি করার সময় আমরা সাংবাদিকদের দেখে এগিয়ে আসি। বই বিক্রির ঘটনা নতুন নয়, প্রতিবছর সুপার গোপনে বই বিক্রি করে থাকেন।
মাদ্রাসার সুপার জাফর উদ্দিন সাংবাদিকদের বলেন, এগুলো বই নয়, পুরাতন কিছু কাগজপত্র।
চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের বলেন, সরকারি বই বিক্রির প্রশ্ন ওঠে না। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯:২৫:৫৮ ● ২৬ বার পঠিত
