বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫
গৌরনদীতে শীতবস্ত্র বিতরণ করলেন অ্যাড. এস এম সালাউদ্দিন
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে শীতবস্ত্র বিতরণ করলেন অ্যাড. এস এম সালাউদ্দিন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাংগীলা গ্রামের শিক্ষা অনুরাগী অ্যাডভোকেট এস এম সালাউদ্দিন শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি নিজ অর্থায়নে তাঁর বাড়িতে এলাকার অসহায়দের মাঝে কম্বল বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ২ নং বার্থী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন গাজী, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজ খান (অখেল), একই ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মন্টু খান।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মুজাম সরদার, মোঃ এসকান্দার সরদার, মোঃ নজরুল গাজী, মোঃ আলাউদ্দিন সরদার, মোঃ টিটু সরদার ও মোঃ কাইউম সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অ্যাডভোকেট এস এম সালাউদ্দিন বলেন, শীতের এই কঠিন সময়ে সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানবিক দায়বদ্ধতা থেকেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এদিকে, স্থানীয়রা তাঁর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:০৪:৪৭ ● ৩৫ বার পঠিত
