বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫
বিজয় দিবসের মেলা মির্জাগঞ্জে কৃষকদের বিষমুক্ত সবজির হাটে দারুণ সাড়া
হোম পেজ » পটুয়াখালী » বিজয় দিবসের মেলা মির্জাগঞ্জে কৃষকদের বিষমুক্ত সবজির হাটে দারুণ সাড়া

উত্তম গোলদার, মির্জাগঞ্জ (পটুয়াখালী) থেকে
মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে এক দিনের বিজয় মেলায় কৃষকদের উৎপাদিত বিষমুক্ত সবজির হাটে ক্রেতাদের ব্যাপক আগ্রহ ও সন্তোষজনক সাড়া পাওয়া গেছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. মহিলা খানম। মেলায় উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকরা অংশ নেন।
সবজির হাটে ফুলকপি, বেগুন, পাতাকপি, পেঁপে, লাউ, করলা, মিষ্টি কুমড়া, গাজর, চালতা, কচু, লালশাকসহ বিভিন্ন ধরনের মৌসুমি ও দেশীয় সবজি প্রদর্শন ও বিক্রি করা হয়। প্রাকৃতিক ও বিষমুক্ত পদ্ধতিতে উৎপাদিত এসব সবজি কিনে সন্তোষ প্রকাশ করেন ক্রেতারা।
সুবিধখালীর এক ব্যবসায়ী কৃষ্ণ কর্মকার বলেন, আজ সবজির দাম তুলনামূলক সস্তা ছিল এবং মানও ভালো ছিল। এ ধরনের হাট নিয়মিত বসলে ভালো হতো। তার মতো একই অভিব্যক্তি প্রকাশ করেছেন আরও অনেক ক্রেতা।
উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের আদর্শ কৃষক মো. সমির অধিকারী সাগরকন্যাকে বলেন, তিনি লেবু, লাউ, করলা, লালশাকসহ নানা ধরনের বিষমুক্ত সবজি মেলায় বিক্রির জন্য এনেছিলেন। এক দিনের মেলায় ক্রেতাদের ভালো সাড়া পাওয়া গেছে। এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে কৃষকরা আরও উৎসাহিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মির্জাগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবদুল্লাহ আল মামুন জানান, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় কৃষকদের একটি সবজির স্টল মেলায় অংশ নেয়। বিষমুক্ত ও প্রাকৃতিক উপায়ে উৎপাদিত সবজি প্রদর্শনের মাধ্যমে মানুষের সচেতনতা বাড়ানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। এতে করে মানুষ বাড়ির আঙিনায় অল্প জমিতে সবজি উৎপাদনে আগ্রহী হবে এবং বাড়তি আয় করতে পারবে।
বাংলাদেশ সময়: ১১:০৩:৫৫ ● ৬৫ বার পঠিত
