মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫
পায়রা বন্দরে নৌবাহিনীর যুদ্ধজাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত
হোম পেজ » লিড নিউজ » পায়রা বন্দরে নৌবাহিনীর যুদ্ধজাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
মহান বিজয় দিবসে পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরে বাংলাদেশ নৌবাহিনীর বনৌজা কুশিয়ারা যুদ্ধজাহাজ জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে। এ সময় সাধারণ মানুষ জাহাজের কলাকৌশল ও ব্যবহৃত যন্ত্রাংশ দেখার সুযোগ পেয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত (সার্ভিস জেটি) জাহাজটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। জেলার বিভিন্ন স্থান থেকে আগত স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা জাহাজটি এক নজর দেখেছেন।
যুদ্ধজাহাজ কুশিয়ারার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার জাহিদুল ইসলাম বলেন, আজকের দিনে জনসাধারণের জন্য জাহাজটি উন্মুক্ত করায় নৌবাহিনীর সাথে সাধারণ মানুষের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। নতুন প্রজন্ম নৌবাহিনীর কার্যক্রম জানতে পারছে এবং দেশ গঠন ও দেশসেবায় অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ হবে।
বাংলাদেশ সময়: ১৭:১৬:৫৩ ● ৩৩ বার পঠিত
