মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫

আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

হোম পেজ » লিড নিউজ » আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫


 

আগৈলঝাড়ায় আওয়ামী লীগ নেতা মো. রফিকুল সেরনিয়াবাত (মারুফ) এবং স্বেচ্ছাসেবকলীগের অরবিন্দু বিশ্বাস।

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রাম থেকে গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল সেরনিয়াবাত (মারুফ) এবং রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রাম থেকে রত্নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অরবিন্দু বিশ্বাসকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আগৈলঝাড়া থানার উপপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।

থানা সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় ২০২৫ সালের ১২ জানুয়ারি রাতুল ইসলাম শাহেদ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা করেন। মামলাটি নথিভুক্ত হয় মামলা নম্বর-৫ হিসেবে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রফিকুল সেরনিয়াবাত (মারুফ) ও অরবিন্দু বিশ্বাসকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:২৮ ● ৪৪ বার পঠিত