মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫
নেছারাবাদে মহান বিজয় দিবস পালিত
হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে মহান বিজয় দিবস পালিত
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
নেছারাবাদে যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ ও উদ্দীপনায় নানান অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসটি পালনে উপজেলা প্রশাসন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনভর বিভিন্ন কর্মসুচি পালন করেছে। দিবসটি পালনে স্মৃতিস্তম্বে পুষ্পার্ঘ অর্পন, শহীদদের স্মরনে নিরবতা পালন, উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ডিসপ্লে প্রদর্শন, সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত। এ সময় সহকারী কমিশনার (ভুমি) রায়হান মাহামুদ,ওসি মো. মেহেদী হাসান, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএ/এমআর
বাংলাদেশ সময়: ১৪:২৯:২৪ ● ৩৭ বার পঠিত
