রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
গৌরনদীতে জমি ও মাছধরা বিরোধে ভাইদের সংঘর্ষ, নারীসহ আহত একাধিক
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে জমি ও মাছধরা বিরোধে ভাইদের সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী উপজেলায় পারিবারিক জমি, মাছধরা ও অর্থসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাই-ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লাকী বেগম (৪০) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষ গৌরনদী মডেল থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী লাকী বেগমের স্বামী হেমায়েত উদ্দিন ফকিরের সঙ্গে একই বাড়িতে বসবাসরত স্বজনদের দীর্ঘদিন ধরে জমিজমা ও টাকা-পয়সা সংক্রান্ত বিরোধ চলছিল। অভিযুক্তদের মধ্যে তাঁর ভাসুর, ভাসুরের সহযোগী ফাতেমা বেগম এবং ভাসুরের কন্যারা রয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে অভিযুক্তরা জোরপূর্বক নিজেদের জায়গায় সেচের জন্য একটি মেশিন বসাতে যান। বিষয়টি দেখে হেমায়েত উদ্দিন ফকির কারণ জানতে চাইলে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।
একপর্যায়ে অভিযোগ অনুযায়ী, প্রধান অভিযুক্ত ঘর থেকে ধারালো রামদা এনে হত্যার উদ্দেশ্যে লাকী বেগমের মাথায় কোপ দেন। এতে তাঁর মাথার ডান পাশে গুরুতর রক্তাক্ত জখম হয়। লাকী বেগমের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে অভিযুক্তরা সবাই মিলে তাঁদের ওপর এলোপাতাড়ি মারধর করে। এতে প্রতিপক্ষ পরিবারের একাধিক সদস্য আহত হন।
এছাড়া মারধরের সময় লাকী বেগমের হাতে থাকা প্রায় আট আনা ওজনের একটি স্বর্ণের আংটি এবং বারো আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনেই অভিযুক্তরা মামলা করলে পুরো পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে তারা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত লাকী বেগমকে এলাকাবাসী উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে অপর পক্ষের কবির ফকির জানান, তার ছোট ভাই আমির ফকিরও এ ঘটনায় আহত হয়েছেন এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সুমাল চন্দ মাল জানান, তার চোখের সামনেই কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি দৌড়ে ঘর থেকে ধারালো রামদা এনে লাকী বেগমের মাথায় কোপ দেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিক হাসান রাসেল বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১০:৫৫:২৯ ● ৫৩ বার পঠিত
