শুক্রবার ● ১২ ডিসেম্বর ২০২৫

চরফ্যাশনে মাদক ও চাঁদাবাজ চক্রবিরোধী পুলিশের অভিযান, গ্রেফতার ৩

হোম পেজ » ভোলা » চরফ্যাশনে মাদক ও চাঁদাবাজ চক্রবিরোধী পুলিশের অভিযান, গ্রেফতার ৩
শুক্রবার ● ১২ ডিসেম্বর ২০২৫


 

চরফ্যাশন থানা। ছবি- সংগৃহীতসাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচায় মাদক ও চাঁদাবাজি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন ইয়াবাসহ এবং দুজন চাঁদাবাজি মামলার আসামি।

পুলিশ জানায়, বুধবার রাত ১২টার দিকে চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের পাশের মেইন সড়ক এলাকায় অভিযান চালিয়ে ছয় পিস ইয়াবাসহ মো. রুবেল পাটোয়ারী (৪০) কে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ আইচা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু হাসেম পাটোয়ারীর ছেলে।

এ ছাড়া, চরমানিকা পুরান বাজার এলাকা থেকে চাঁদাবাজি মামলার আসামি মো. মনির খলিফা (৪৫) ও তার ছোট ভাই সোহেল খলিফা (৩৫) কে গ্রেফতার করে পুলিশ। তারা চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জব্বার খলিফার ছেলে।

বিষয়টি শুক্রবার সকাল সাড়ে ৮টায় নিশ্চিত করেন দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির। তিনি বলেন, চাঁদাবাজি মামলা ও মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১১:৩৪:৩৩ ● ৩৪ বার পঠিত