মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫

দশমিনায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫


দশমিনায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

নারী ও কণ্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবন্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি-প্রতিপাদ্যে পটুয়াখালীর দশমিনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা এবং অদম্য চারজন নারীকে পুরুস্কার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ এলাকা থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে শুরুরস্থলে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ, নবাগত দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাইন পারভেজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহিন, উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সহ-সভাপতি বিপ্লব কুমার দেবনাথ, সদস্য মোসা. তহমিনা সুলতানা, সদস্য তরিকুল ইসলাম অনিক সহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী সাধারন জনগন।
এসময় অর্থনীতির সাফল্য অর্জনকারী নারী মোসা. ইসরাত জাহান, নির্যাতনের দু:স্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী মোসা. নিলুফা বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য নারী ডাক্তার শারাফ সাদমানী ও সফল জননী নারী মোসা. ফুকিয়া বেগমকে পুরুস্কার প্রদান করা হয়।


এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৪৪ ● ৫১ বার পঠিত