সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫
কুয়াকাটায় সচেতনতামূলক প্রোগ্রাম ও বিচ ক্লিনিং
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় সচেতনতামূলক প্রোগ্রাম ও বিচ ক্লিনিং
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
উপকূলীয় পরিবেশ রক্ষায় সাগরকন্যা কুয়াকাটার লেম্বুরবনে সচেতনতামূলক প্রোগ্রাম ও বিচ ক্লিনিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ডিসেম্বর) উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)-এর উদ্যোগে কর্মসূচি গ্রহণ করা হয়।
স্থানীয় পর্যটক, শিক্ষার্থী, পরিবেশকর্মী ও উপরা’র স্বেচ্ছাসেবীরা এতে অংশ নেন। লেম্বুরবনের বিভিন্ন জায়গায় জমে থাকা প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করে পরিষ্কার করেন তাঁরা। পাশাপাশি বন্যপ্রাণী ও বন সংরক্ষণে করণীয় বিষয়ে পর্যটকদের সচেতন করা হয়।
গঙ্গামতি বন বিভাগের বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, কুয়াকাটার লেম্বুরবন উপকূলীয় জীববৈচিত্র্যের অত্যন্ত মূল্যবান অংশ। বন্যপ্রাণী, লাল কাঁকড়া, সমুদ্রতট ও বন- সবই আমাদের সম্পদ। এগুলো রক্ষায় স্থানীয় মানুষের পাশাপাশি পর্যটকদেরও সচেতন আচরণ জরুরি।
উপরা যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, প্লাস্টিক ও পলিথিন এখন পরিবেশের বড় শত্রু। এক মুহূর্তের অসচেতনতা দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনে। সৈকতে বর্জ্য না ফেলা, লাল কাঁকড়া না ধরা এবং বনের গাছপালা নষ্ট না করার আহ্বান জানান তিনি।
স্বেচ্ছাসেবী শামীম রেজা বলেন, পরিবেশ রক্ষা শুধু কোনো সংগঠনের দায়িত্ব নয়; এটি সবার। সচেতনতা শুরু হোক নিজের কাছ থেকে।
শেষে অংশগ্রহণকারীরা ‘প্লাস্টিক নয়, প্রকৃতিই হোক আমাদের সঙ্গী’ শ্লোগান ধারণ করে লেম্বুরবন ও সৈকত এলাকায় পরিচ্ছন্নতার কর্মসূচি আরও বিস্তারের অঙ্গীকার করেন।
এমবি/এমআর
বাংলাদেশ সময়: ১৪:৩৮:২২ ● ২৩ বার পঠিত
