শুক্রবার ● ৫ ডিসেম্বর ২০২৫

ভূমিদস্যুদের উৎপাত গলাচিপায় কেটে নিল কৃষকের ১৮ একর জমির ধান

হোম পেজ » লিড নিউজ » ভূমিদস্যুদের উৎপাত গলাচিপায় কেটে নিল কৃষকের ১৮ একর জমির ধান
শুক্রবার ● ৫ ডিসেম্বর ২০২৫


 

ভূমিদস্যুদের উৎপাত: গলাচিপায় কেটে নিল কৃষকের ১৮ একর জমির ধান

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় আবারও বেড়েছে ভূমিদস্যুদের উৎপাত। অন্যের জমির পাকা ধান দলবল নিয়ে কেটে নেওয়ার অভিযোগে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ডাকুয়া ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের করিম বাজার এলাকায় কৃষকদের কষ্টার্জিত ফসল লুটে নেওয়ার ঘটনায় আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের।

স্থানীয় কৃষক মো. মামুন মিয়া (৪৮), আটখালী গ্রামের বাসিন্দা ও মো. ফজলুল হক মিয়ার ছেলে। তিনি জানান, প্রায় ১৮ একর জমিতে বর্গাচাষীর মাধ্যমে উৎপাদিত সব পাকা ধান গত বুধবার (৩ ডিসেম্বর) দিনভর হারভেস্টার মেশিন দিয়ে কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ। তিনি অভিযোগ করেন, স্থানীয় আমির হোসেন মোল্লা, আবুল মোল্লা, নজরুল মোল্লা, রফিক মোল্লা, জাহাঙ্গীর মোল্লা, মন্নান মোল্লা, জিয়া মোল্লা, ইলিয়াস মোল্লা, সাইদুল মোল্লা, শাহিনুর বেগমসহ নাম না-জানা আরও ১৫-২০ জন এ ঘটনায় জড়িত।

এ ঘটনায় মামুন মিয়া গলাচিপা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর গলাচিপা থানার এসআই হাকিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকে শনিবার সন্ধ্যায় থানায় আসতে বলা হয়েছে।

ভুক্তভোগী কৃষক দেলোয়ার সরদার, আশ্রাফ আকন, আজিম মিয়া, ফারুক গাজী, মনির গাজী, রফিক গাজী, মুজাম্মেল, আনছার গাজী ও লিটন গাজী বলেন, তাঁদের বাব-দাদারা সরকার থেকে বন্দোবস্তকৃত ও রেকর্ডীয় মালিকানার জমি বহু বছর ধরে বর্গা নিয়ে চাষাবাদ করে আসছেন। প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। বিষয়টি নিয়ে আদালতে ৮৮৪/২৩ নং মামলা চলমান, এবং সেখানে স্টে-অর্ডার আছে।

তাঁরা অভিযোগ করেন, আদালতের স্থগিতাদেশ অমান্য করে প্রতিপক্ষ হারভেস্টার দিয়ে পাকা ধান কেটে ট্রাকে তুলে নিয়ে গেছে। বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। এতে তাঁদের ৩-৪ জন আহত হন। প্রায় ৫ লাখ টাকার পাকা ধান নিয়ে যাওয়ায় তাঁরা এখন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত।

ভুক্তভোগীরা বলেন, সারা বছরের শ্রম একদিনেই শেষ হয়ে গেল। এখন মানুষের কাছে হাত ছাড়া বাঁচার উপায় নেই। তাঁরা আইনের কাছে ন্যায়বিচার চান।

অভিযুক্তদের পক্ষের আমির হোসেন মোল্লা, আবুল মোল্লা ও নজরুল মোল্লা অভিযোগ অস্বীকার করেন। তাদের দাবি, জমির মালিকানা তাদেরই, তাই তারা নিজেদের জমির ধান কেটেছেন।

গলাচিপা থানার পরিদর্শনকারী কর্মকর্তা এসআই হাকিম বলেন, পরিস্থিতি থমথমে হওয়ায় শান্তি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং মীমাংসার জন্য দু’পক্ষকে থানায় ডাকা হয়েছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান বলেন, ধান কেটে নেওয়ার একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ পাঠানো হয়েছে এবং উভয় পক্ষের কাগজপত্রসহ থানায় হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১২:৫২ ● ৩৭ বার পঠিত