শুক্রবার ● ৫ ডিসেম্বর ২০২৫

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি মির্জাগঞ্জে আহবায়কসহ ৪ শিক্ষককে বদলি

হোম পেজ » লিড নিউজ » প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি মির্জাগঞ্জে আহবায়কসহ ৪ শিক্ষককে বদলি
শুক্রবার ● ৫ ডিসেম্বর ২০২৫


‎মির্জাগঞ্জে আহবায়কসহ ৪ জন শিক্ষককে বদলি

সাগরকন্যা প্রতিবেদক, ‎মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জের সরকারী প্রাথমিক শিক্ষকদের ৩দফা দাবি বাস্তবায়ন পরিষদের আহবায়ক ও যুগ্ন-আহবায়ক সহ ৪ জন শিক্ষককে অন্যত্র বদলি করা হয়েছে। বদলিকৃত শিক্ষকরা হলেন সরকারী প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহবায়ক গাজী মশিউর রহমান এবং সদস্য সচিব মোঃ উজ্জল খান ও যুগ্ন-আহবায়ক রাজিবুল হাসান এবং এম শামীম আহমেদ। উল্লিখিত চারজন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

‎বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক অফিস আদেশে তাদের ৪জনকে পার্শ্ববর্তী বরগুনা জেলার আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।

‎অধিদফতরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুনের স্বাক্ষর করা ওই অফিস আদেশে জানানো হয়েছে, বিদ্যমান শূন্য পদে প্রশাসনিক কারণে নিজ বেতন স্কেলে উপজেলার দক্ষিণ ঝাটিবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী মশিউর রহমানকে তার বর্তমান কর্মস্থল থেকে আমতলী উপজেলার উত্তর চালিতাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব শ্রীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিবুল হাসানকে একই উপজেলার উত্তর গেরাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, এন.এস আমড়াগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম শামীম আহমেদকে বরগুনার তালতলী উপজেলার নিদ্রারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবং ছৈলাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ উজ্জল খানকে একই উপজেলার (তালতলী) মরা নিদ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলী (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।

‎এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে। অফিস আদেশে আরো বলা হয়, বদলির বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, হিসাবরক্ষণ অফিস, আইএমডি এবং মহাপরিচালকের পিএসহ মোট নয়টি দফতরে অনুলিপি পাঠানো হয়েছে।

‎এদিকে শিক্ষকদের বদলী আদেশনামা বৃহস্পতিবার রাত ১১ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বদলীকৃত শিক্ষকদের পক্ষে বিপক্ষে মন্তব্য করে পোষ্ট করছেন। এছাড়া শিক্ষকদের আন্দোলনের মধ্যে এই বদলীর আদেশে শিক্ষক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে জানতে সরকারী প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ উপজেলা শাখার আহবায়ক গাজী মশিউর রহমান ও সদস্য সচিব মোঃ উজ্জল খান বলেন-মির্জাগঞ্জ থেকে ৪ জনকে বদলী করা হয়েছে। চারজন শিক্ষকই সরকারী প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতৃত্বে ছিলাম। আরো বলেন, মির্জাগঞ্জের প্রাথমিক শিক্ষক সমিতির নিয়ে শিক্ষকদের মধ্যে মতোবিরোধ চলছে দীর্ঘদিন।  শিক্ষকদের স্থানীয় কমিটি নিয়ে দ্বন্দের কারণে  আমাদেরকে ষড়যন্ত্রমূলক ভাবে বদলী করা হয়েছে।

‎উল্লেখ্য, তিন দফা দাবিতে গত ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন দেশের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা।


ইউজি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৭:৫৪ ● ৫০ বার পঠিত