শুক্রবার ● ৫ ডিসেম্বর ২০২৫

ইন্দুরকানীর ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার

হোম পেজ » পিরোজপুর » ইন্দুরকানীর ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার
শুক্রবার ● ৫ ডিসেম্বর ২০২৫


ইন্দুরকানীর ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরের ইন্দুরকানীতে দায়ের করা ধর্ষণ মামলার প্রধান আসামি শুভ জোমাদ্দার (৩২)কে নারায়ণগঞ্জ থেকে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে র‌্যাব-৮ সিপিএসসি বরিশাল ও র‌্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জের যৌথ অভিযানে সিদ্ধিরগঞ্জ থানার মাসুদপুর পাকারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, বিভিন্ন অপরাধ চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর রাত ৮টা ১৫ মিনিটে ইন্দুরকানি ইউনিয়নের চড়াখালী গ্রামে এক গৃহবধূকে বসতঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত শুভ জোমাদ্দার। ভুক্তভোগী ও সন্তানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী বাদী হয়ে ইন্দুরকানি থানায় মামলা করেন (মামলা নং-৫, তারিখ: ২৭ অক্টোবর ২০২৫)।

গ্রেফতারের পর শুভ জোমাদ্দারকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৩৩ ● ৪৪ বার পঠিত