জামায়াত ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার উদ্যোগ নেবে: মাসুদ সাঈদী

হোম পেজ » পিরোজপুর » জামায়াত ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার উদ্যোগ নেবে: মাসুদ সাঈদী
রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫


জামায়াত ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার উদ্যোগ নেবে- মাসুদ সাঈদী

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

সরকারি কর্মক্ষেত্রে কওমী সনদের মূল্যায়ন ও ইমাম-মুয়াজ্জিনদের সরকারিভাবে সম্মানী ভাতা প্রদানের দাবিতে নাজিরপুর আলিয়া মাদরাসা চত্বরে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উপজেলা শাখার উদ্যোগে রবিবার (৩০ নভেম্বর) ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।

তিনি বলেন, ইসলাম ব্যক্তিজীবন থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সর্বক্ষেত্রে দিকনির্দেশনা দিয়েছে। একজন ইমামের শুধু ইবাদত শিক্ষা নয়, সামাজিক অপরাধ যেমন সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি ও চাঁদাবাজি বিষয়ে মানুষকে সচেতন করার দায়িত্বও রয়েছে। বাধা-বিপত্তি উপেক্ষা করে ইমামদের সাহসিকতার সঙ্গে দ্বীনের দায়িত্ব পালন করতে হবে।

মাসুদ সাঈদী বলেন, দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে, যার অধিকাংশই বেসরকারিভাবে পরিচালিত হয়। অনেক সময় মসজিদ কমিটি ইমাম-খতিবদের ন্যায্য মর্যাদা দেয় না। তাই যুগোপযোগী মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন জরুরি।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আর্থিকভাবে পিছিয়ে থাকা ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদানের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইমামদের জন্য রাষ্ট্রীয় সার্ভিস রুল প্রণয়ন করে তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

ইমাম সমাবেশে বাংলাদেশ ইমাম সমিতি নাজিরপুর উপজেলা সভাপতি মাওলানা হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মাওলানা আবু দাউদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাহবুবুর রহমান ফিরোজীসহ বিভিন্ন ইউনিয়নের ইমাম সমিতির শাখা সভাপতি ও নেতৃবৃন্দ। সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার ইমাম ও মুয়াজ্জিনরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১:৫৩:৪৭ ● ১৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ