শুক্রবার ● ২৮ নভেম্বর ২০২৫
পর্যটনে নতুন মাত্রা কুয়াকাটায় হোটেল রয়েল গ্যালাক্সি উদ্বোধন
হোম পেজ » কুয়াকাটা » পর্যটনে নতুন মাত্রা কুয়াকাটায় হোটেল রয়েল গ্যালাক্সি উদ্বোধন
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
দেশের একমাত্র দর্শনীয় সমুদ্রসৈকত কুয়াকাটায় পর্যটন অবকাঠামো উন্নয়নে যুক্ত হলো আধুনিক সুবিধাসম্পন্ন নতুন আবাসিক হোটেল রয়েল গ্যালাক্সি।
শুক্রবার (২৮ নভেম্বর)বিকেলে রাখাইন মার্কেট সড়কে হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই হোটেলটি স্থানীয় পর্যটন ব্যবসায়ী ও ভ্রমণপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পর্যটন ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, কুয়াকাটায় মানসম্মত আবাসন সুবিধার চাহিদা বাড়ছে। এখানে নতুন হোটেল চালু হওয়ায় পর্যটকদের সুবিধা বাড়বে এবং পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
হোটেল রয়েল গ্যালাক্সির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহ আলম শিকদার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, পর্যটকদের থাকার মানোন্নয়ন এবং নিরাপদ, আরামদায়ক, আধুনিক সুবিধাসম্পন্ন আবাসন প্রদানই আমাদের প্রধান লক্ষ্য। কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্যে রূপ দিতে আমরা আমাদের সেবায় সর্বোচ্চ আন্তরিকতা বজায় রাখবো।
তিনি আরও বলেন, এখানে পরিবার, দম্পতি, গ্রুপ ট্যুর থেকে শুরু করে অফিসিয়াল ট্যুর সব ধরনের অতিথির কথা ভেবেই রুম এবং সেবার ব্যবস্থা করা হয়েছে। অতিথিদের সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় অর্জন।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটায় পর্যটক বাড়ছে, কিন্তু মানসম্পন্ন হোটেলের সংখ্যা তুলনামূলক কম। রয়েল গ্যালাক্সির মতো হোটেল চালু হওয়ায় পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে।
হোটেল ডিরেক্টর আনোয়ার হোসেন জানায়, অতিথিদের নিরাপত্তা, আরাম, পরিচ্ছন্নতা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সর্বাধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিতকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটকদের জন্য ট্যুর গাইড, ট্রান্সপোর্ট সাপোর্টসহ নানান সুবিধা থাকছে।
এএইচআর/এমআর
বাংলাদেশ সময়: ১৯:৫৩:২১ ● ৩৯ বার পঠিত
