বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫

কলাপাড়ায় ট্রলির সাথে মোটরসাইকেলের ধাক্কায় বিকাশকর্মীর মৃত্যু

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ট্রলির সাথে মোটরসাইকেলের ধাক্কায় বিকাশকর্মীর মৃত্যু
বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫


কলাপাড়ায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায়  বিকাশকর্মীর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির সঙ্গে ধাক্কায় রবিউল মোল্লা (২৬) নামের এক বিকাশ কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাতটার দিকে টিয়াখালী ইউপির সৈয়দ নজরুল ইসলাম সেতুর পাদদেশে এ দূর্ঘটনা ঘটে। মৃত রবিউল লালুয়া ইউপির গোলবুনিয়া গ্রামের আপাং মোল্লার ছেলে। তিনি কলাপাড়া বিকাশ শাখার ধানখালী ইউনিয়নের মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কর্মস্থল থেকে নিজ মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন রবিউল। এসময় টিয়াখালী অংশের ওই সেতুর পাদদেশে পৌছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্ধকারে থামিয়ে রাখা একটি ট্রলিতে সজরে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হইবে।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১১:২৪:১০ ● ৪৩ বার পঠিত