বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
দশমিনায় সরকারি কর্মচারীদের নবম পে-স্কেল বাস্তবায়ন দাবি
হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় সরকারি কর্মচারীদের নবম পে-স্কেল বাস্তবায়ন দাবি
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা(পটুয়াখালী)
সরকারি কর্মচারীদের বেতনবৈষম্য দুর করে নবম পে-স্কেল এর দাবীতে র্যালী ও প্রতিবাদ সমাবেশ করেছেন পটুয়াখালীর দশমিনা উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নবম পে-স্কেল বাস্তবায়ন কমিটির সভাপতি ও মো. সাঈদুর রহমান রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাজিব মিয়া’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন-উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন, এসএ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাওসার, রজ্জাবিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিহাব উদ্দিন, পে-স্কেল বাস্তবায়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আনিস আহম্মেদ, কোষাধ্যক্ষ মো. সোহাগ হোসেন মৃধা প্রমুখ।
বাংলাদেশ সরকারি কর্মচারী ব্যানারে অনুষ্ঠিত র্যালী ও প্রতিবাদ বলেন-দীর্ঘদিন ধরে বৈষম্যমুক্ত বেতন কাঠামোর দাবী জানিয়ে আসছেন। কিন্তু এখন পর্যন্ত সেই দাবী বাস্তবায়ন না হওয়ায় আনন্দোলনে নামতে বাধ্য হয়েছে তারা। আগামী ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের প্রতিবেদন ও ১৫ ডিসেম্বর মধ্যে বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট দাবী করেন আন্দোলনকারীরা।
এসবি/এমআর
বাংলাদেশ সময়: ১৩:৪৭:০১ ● ২৩৬ বার পঠিত
