সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
শিবগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সাধারণ সভা
হোম পেজ » রাজশাহী » শিবগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সাধারণ সভা
সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা–-২০২৫’ বিষয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব মো. আজাহার আলী। এসময় উপজেলার সার ডিলার নিয়োগ, ডিলারদের কার্যক্রম তদারকি, কৃষকদের মাঝে সঠিক সময়ে সঠিক পরিমাণ সার সরবরাহ নিশ্চিতকরণ এবং নতুন নীতিমালার কার্যকর বাস্তবায়ন বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, সার বিতরণে স্বচ্ছতা, ন্যায্যতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার প্রণীত নতুন নীতিমালা কৃষকদের উপকারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
সার সরবরাহে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও জানানো হয়।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা, মনিটরিং কমিটির সদস্য, জন প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ডিলাররা উপস্থিত ছিলেন।
নতুন নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে আগামী মৌসুমে কৃষকরা যাতে নির্বিঘ্নে সার পেতে পারে, সে বিষয়ে সভায় নানা দিকনির্দেশনা দেয়া হয়।
এই/এমআর
বাংলাদেশ সময়: ১৬:১৭:৪৮ ● ৮৯ বার পঠিত
