সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
বরগুনার আমতলিতে ডাকাত সন্দেহে দুইজন আটক, যানবাহন জব্দ
হোম পেজ » লিড নিউজ » বরগুনার আমতলিতে ডাকাত সন্দেহে দুইজন আটক, যানবাহন জব্দ
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার আমতলিতে ডাকাত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার ভোররাতে আমতলী উপজেলার ঘটখালী এলাকায় মঞ্জু কাজীর ব্যবসা-প্রতিষ্ঠানে ডাকাতি করতে যায় একটি সংঘবদ্ধ দল। এসময় মঞ্জু কাজীর ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাত সদস্যরা পালিয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ প্রথমে আঠারোগাছিয়া গ্রামের হাজার টাকার বাঁধ নামক এলাকা থেকে আমিরুল ইসলামকে আটক করে। পরে মহিপুর থানা পুলিশ সন্দেহভাজন অবস্থায় কুয়াকাটা থেকে সুমনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- পাবনা জেলার চাটমোহর উপজেলার ফোরকান শেখের ছেলে আমিরুল ইসলাম এবং একই জেলার সদর উপজেলার চর রামপুর গ্রামের নাদের ও কুলসুম দম্পতির ছেলে সুমন।
এ ঘটনায় ডাকাতদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান।
জেআর/এমআর
বাংলাদেশ সময়: ১৫:৫২:৫৪ ● ১০০ বার পঠিত
