গৌরনদীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত
শনিবার ● ২২ নভেম্বর ২০২৫


গৌরনদীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী ফায়ার সার্ভিসের সামনে একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি লোকাল বাস গৌরনদী ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড না দেওয়ায় প্রচন্ড ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা চালকসহ এক আরোহী রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেয়।

গৌরনদী হইওয়ে থানার টিএসআই রুহুল আমীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।

এদিকে, দুর্ঘটনার পরপরই সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৮:৪২:৪৩ ● ৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ