জামায়াত নেতার বিরুদ্ধে কৃষকের গরু লুটের অভিযোগ

হোম পেজ » পটুয়াখালী » জামায়াত নেতার বিরুদ্ধে কৃষকের গরু লুটের অভিযোগ
শনিবার ● ২২ নভেম্বর ২০২৫


জামায়াত নেতার বিরুদ্ধে কৃষকের গরু লুটের অভিযোগ!

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পাওনা টাকা আদায়ের অযুহাতে পটুয়াখালীর দুমকিতে কৃষকের ২ টি গরু লুটের অভিযোগ উঠেছে দুমকির জামায়াত নেতা আব্দুল জলিল প্যাদার বিরুদ্ধে। শুক্রবার (২১ নভেম্বর) উপজেলা মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামে এ ঘটনায় ভুক্তভোগী কৃষক আব্দুল বারেক মজুমদার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানের কাছে অভিযোগ করেছেন।
অভিযুক্ত আব্দুল জলিল প্যাদা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি।
কৃষক বারেক মজুমদার বলেন, তার ছেলে পরিবার নিয়ে ঢাকায় থাকে। তার সঙ্গে টাকার লেনদেন হয়েছে কি না তিনি জানেন না। তবে জামায়াত নেতা জলিল প্যাদা তাকে দুর্বল পেয়ে ছেলের কাছে টাকা পাওয়ার অজুহাত দেখিয়ে তার গোয়ালের ২টা গরু জোরপূর্বক নিয়ে যান।
গরু নেওয়ার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত আব্দুল জলিল প্যাদা বলেন, তার ছেলের কাছে টাকা পাই। তাই পাওনা আদায় করতেই গরু দুটি নিয়েছি।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান বলেন, বিষয়টি নিয়ে বৈঠক করেছি। জলিল প্যাদা টাকার কথা বললেও কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি।


এমআর

বাংলাদেশ সময়: ১৬:৪০:১০ ● ১০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ