শনিবার ● ১৫ নভেম্বর ২০২৫
বরগুনায় নদীপথে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
হোম পেজ » বরগুনা » বরগুনায় নদীপথে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সাগরকন্যা প্রতিবেদন, বরগুনা
বরগুনার তালতলী উপজেলার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় ট্রলার ভ্রমণের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে শিশুদের পরিবেশভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শনিবার সকালে ট্রলারে বসেই ৫৫ শিশুশিল্পী রংতুলি হাতে ফুটিয়ে তোলে নদীপথ, টেংরাগিরির সবুজ, ঢেউ আর ভোরের আলোসহ তাদের কল্পনার নানা অনুষঙ্গ।
স্টিলের তৈরি বিশেষ ট্রলারটি ছিল দিনের চিত্রাঙ্কন কর্মশালা। যাত্রাপথে নদীর দুই তীরের প্রাকৃতিক সৌন্দর্য আঁকায় অনুপ্রাণিত করে শিশুদের। বরিশালের নন্দন আর্ট স্কুলের পরিচালক চন্দ্র শেখর রায় শিশুদের আঁকার কৌশল শেখান। পাশে ছিলেন তালতলী চারুকলা একাডেমির পরিচালক রফিকুল ইসলাম অন্তর, যিনি পুরো আয়োজন তদারকি করেন।
‘নদীপথে ছবি আঁকি’ নামের এই প্রতিযোগিতার আয়োজন করে ওয়াটার কিপার্স বাংলাদেশ ও প্লানেটিয়ার্স ক্লাব। সহযোগিতায় ছিল পরিবেশবান্ধব সংগঠন ‘ধরা’। সংস্থাটির সমন্বয়ক আরিফুর রহমান জানান, শিশুদের সঙ্গে তাদের অভিভাবকরাও অংশ নেন। দুপুরের পর নিদ্রা সৈকতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
দিন শেষে ট্রলার ঘাটে ভিড়লে শিশুদের আঁকা ছবিগুলো যেন নদীপথের সকালের সৌন্দর্যকে ফ্রেমবন্দি করে। অভিভাবকদের মতে, এই আয়োজনে শিশুদের আনন্দের পাশাপাশি পরিবেশ-চেতনা প্রসারিত হয়েছে।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ১৭:৫৮:০৬ ● ৪০ বার পঠিত
