
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা এলাকায় সরকারি কৃষি খাস জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় চরবাংলার পোটকারচর এলাকায় দুই শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে স্থানীয়রা বিক্ষোভ মিছিলও করেন।
মানববন্ধনে বক্তব্য দেন চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ফোরকান হাওলাদার, চরবাংলা ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হাওলাদার, স্থানীয় বাসিন্দা মনির হাওলাদার, মো. জাহাঙ্গীর হাওলাদার, মোক্তার হোসেন হাওলাদার, মো. আরিফ, আজিজুল শিকদার, মোসা. রেপতি বেগম ও পিয়ারা বেগম প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ভূমি অফিস থেকে প্রত্যায়ন পাওয়া ভূমিহীন কৃষকরা চাষাবাদে নামলে একটি ভূমিদস্যু চক্র জোরপূর্বক কৃষি খাস জমি দখলের চেষ্টা করছে। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপি নেতা আলী আশরাফ মোল্লার নির্দেশে ভূমিদস্যু গ্রুপ কৃষকদের তরমুজ ক্ষেতের ঘর ভেঙে হামলা চালায়। বাধা দিতে গেলে কৃষকদের মারধর করা হয়। এতে একাধিক কৃষক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। আহতদের বিরুদ্ধে আবার মিথ্যা মামলা দেয়।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, প্রকৃত ভূমিহীন কৃষকদের মাঝে খাস জমি বণ্টনের নিশ্চয়তা এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলার ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জানান।
এ বিষয়ে চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফোরকান হাওলাদার বলেন, চরবাংলার সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদককে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে। প্রকৃতপক্ষে এটি ভূমিহীন জনগণ ও সমবায় সমিতির দ্বন্দ। বিএনপি নেতাদের নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ মোল্লা বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষ টাকা দিয়ে মানববন্ধন করাচ্ছে। চরবাংলার খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিত্তহীন কৃষক সমবায় সমিতি ভোগদখলে আছে সরকারও তাদের ডিসিয়ার দিয়েছে। কিন্তু ভূমিদস্যুরা কৃষকদের চাষাবাদে বাঁধা দিয়েছে। আমি রাজনীতি করি ভুক্তভোগীরা আমরা কাছে আসলে আমি শুধু তাদের আইনি সহায়তা নিতে পরামর্শ দিয়েছি।
গলাচিপা থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. জিলোন শিকদার জানান, চরবাংলার ঘটনায় উভয় পক্ষই পৃথক এজাহার দিয়েছে। এতে প্রায় ৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
এসআর/এমআর