বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫

ইন্দুরকানীতে অভিমান করে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

হোম পেজ » পিরোজপুর » ইন্দুরকানীতে অভিমান করে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫


প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানি (পিরোজপুর)

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ১৫ বছর বয়সী মাদ্রাসাছাত্রী বর্ণা আক্তার আত্মহত্যা করেছে। ঘটনা ঘটে বুধবার দিবাগত গভীর রাতে চর-গাজীপুর গ্রামে।

স্থানীয় ও স্বজনরা জানায়, বর্ণার বাবা রফিকুল ইসলাম বাজার থেকে মাছ কিনে আনে। তবে মা চিনু বেগম ও মেয়ে বর্ণা মাছ কাটতে অস্বীকার করলে রফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। পরে মা চিনু বেগমও মেয়েকে বকাঝকা করেন।

অভিমান করে বর্ণা নিজের ঘরে গিয়ে কীটনাশক ওষুধ পান করে। পরিবারের লোকজন তাকে দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইন্দুরকানী থানার উপপরিদর্শক (এসআই) পলাশ সাহা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৮:৩৫ ● ৯৯ বার পঠিত