বুধবার ● ১২ নভেম্বর ২০২৫
দক্ষ উদ্যোক্তা তৈরি হলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব: অতিরিক্ত সচিব
হোম পেজ » জাতীয় » দক্ষ উদ্যোক্তা তৈরি হলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব: অতিরিক্ত সচিব
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
দক্ষতার বিকাশ ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আহসান কবীর।
মঙ্গলবার (১১ নভেম্বর) বরগুনার আমতলী পৌরসভা মাঠে অনুষ্ঠিত রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (RAISE) প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভায় তিনি এ মন্তব্য করেন।
অতিরিক্ত সচিব বলেন, কাউকে জোর করে দক্ষ করা যায় না। এর জন্য দরকার ব্যক্তিগত আগ্রহ ও নিষ্ঠা। মনোযোগ দিয়ে এক থেকে দুই বছর প্রশিক্ষণ নিলে তা ভবিষ্যৎ জীবনে কাজে আসবে। তাই সবাইকে প্রশিক্ষণ গ্রহণ ও উদ্যোক্তা তৈরির প্রকল্পে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সংগ্রাম।
সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধুরী মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে এবং প্রকল্পের কো-অর্ডিনেটর প্রতিভা বিকাশ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নির্বাহী পরিচালক চৌধুরী মুনীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের উপসচিব মুহাম্মদ আমিন শরীফ, পিকেএসএফের মহাব্যবস্থাপক ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান, পিকেএসএফের ব্যবস্থাপক গোলাম জিলানী এবং এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না।
অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক শিক্ষানবিশ বেকার তরুণ-তরুণী, অভিভাবক ও ক্ষুদ্র উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১১:১২:০৫ ● ৯১ বার পঠিত
