বুধবার ● ১২ নভেম্বর ২০২৫

বরগুনায় যুবলীগ নেতা গ্রেফতার: প্রিজন ভ্যানে জয় বাংলা শ্লোগান

হোম পেজ » রাজনীতি » বরগুনায় যুবলীগ নেতা গ্রেফতার: প্রিজন ভ্যানে জয় বাংলা শ্লোগান
বুধবার ● ১২ নভেম্বর ২০২৫


জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন।

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর, সড়কে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বরগুনা পৌর শহরের খারাকান্দা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, সদ্য সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু এবং সাবেক মেয়র কামরুল আহসান মহারাজকে।

এর আগে এই মামলায় বরগুনা জেলা আইনজীবী সমিতির ১২ জন সদস্যকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে ২ সেপ্টেম্বর তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।

গ্রেফতারের সময় মোজাম্মেল হোসেনকে প্রিজন ভ্যানে তোলার পর তিনি জয় বাংলা স্লোগান দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ৮:৩৭:২৩ ● ১৩১ বার পঠিত