সোমবার ● ১০ নভেম্বর ২০২৫

বিতরণেও অনিয়ম কলাপাড়ায় কর্মকর্তার সামনেই জব্দকৃত জাটকা লুট!

হোম পেজ » পটুয়াখালী » বিতরণেও অনিয়ম কলাপাড়ায় কর্মকর্তার সামনেই জব্দকৃত জাটকা লুট!
সোমবার ● ১০ নভেম্বর ২০২৫


কলাপাড়ায় জাটকা বিতরণে অনিয়ম, কর্মকর্তার উপস্থিতিতে মাছ ছিনতাই

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ জিরো পয়েন্ট থেকে জব্দকৃত জাটকা ইলিশ মাদ্রাসায় বিতরণের কথা থাকলেও অনিয়মের পাশপাশি লুটের অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে কলাপাড়া উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জব্দকৃত জাটকা মাছ দরিদ্র শিক্ষার্থীদের পুষ্টি সহায়তা হিসেবে বিভিন্ন মাদ্রাসায় দেওয়ার কথা ছিল। কিন্তু মাত্র কয়েকটি মাদ্রাসায় ১০-১৫টি করে বিতরণের পর বাকি মাছগুলো স্থানীয়রা লুট করে নেয়। ঘটনাস্থলে কলাপাড়া উপজেলা মৎস্য বিভাগের উপ-সহকারী কর্মকর্তা মো. মহসিন রেজার উপস্থিতিতেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের বিরুদ্ধে তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, ঘটনাটি জানতে পেরেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১:৪০:৩৯ ● ৯৮ বার পঠিত