অবসর ভাতা না পেয়ে বিনা চিকিৎসায় মৃত্যুশয্যায় শিক্ষক মিজামুল হক

হোম পেজ » বরিশাল » অবসর ভাতা না পেয়ে বিনা চিকিৎসায় মৃত্যুশয্যায় শিক্ষক মিজামুল হক
সোমবার ● ১০ নভেম্বর ২০২৫


অবসর ভাতা না পেয়ে বিনা চিকিৎসায় মৃত্যুশয্যায় শিক্ষক নিজামুল হক

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

অবসর ভাতা ও কল্যাণ ফান্ডের টাকা না পাওয়ায় মানবেতর জীবন কাটাচ্ছেন আগৈলঝাড়ার সৎ ও আদর্শবান শিক্ষক মো. মিজামুল হক। তিন বছর আগে অবসরে গেছেন তিনি, কিন্তু এখন পর্যন্ত পাননি প্রায় ৩০ লাখ টাকার প্রাপ্য অর্থ। চিকিৎসার অভাবে তিনি এখন মৃত্যুশয্যায়।

আগৈলঝাড়া সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির ইংরেজি শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘ ৩০ বছর কর্মরত ছিলেন নিজামুল হক। ২০১৯ সালের ১৩ ডিসেম্বর থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০২২ সালের ১১ অক্টোবর অবসরে যান। অবসরের পর প্রয়োজনীয় কাগজপত্রসহ অবসরভাতা ও কল্যাণ ফান্ডের জন্য আবেদন করলেও আজও পাননি প্রাপ্য অর্থ।

বর্তমানে তিনি ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও কিডনি জটিলতায় ভুগছেন। চোখেও আলো নেই। ঢাকার পল্লবীতে মেয়ের বাসায় শয্যাশায়ী অবস্থায় দিন কাটছে তার। মেয়ে সামিয়া আক্তারের সহযোগিতায় চলছে ডায়ালাইসিস ও ওষুধের খরচ।

সহকর্মী ও সাবেক শিক্ষার্থীরা জানান, সৎ ও নিষ্ঠাবান এই শিক্ষক জীবনের শেষ প্রান্তে এসে এমন অবহেলার শিকার হবেন, তা কেউ ভাবেননি।

ভেগাই হালদার পাবলিক একাডেমির সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, মিজানুল হক স্যার ছিলেন অত্যন্ত ভালো মানুষ। তিনি অবসরভাতা ও কল্যাণ ফান্ডের টাকা সময়মতো না পেলে মৃত্যুর পর সেই টাকা পেয়ে কী লাভ হবে?

শিক্ষকের মেয়ে সামিয়া আক্তার বলেন, আমার বাবা দীর্ঘদিন অসুস্থ। অবসরভাতার টাকা পেলে উন্নত চিকিৎসা করাতে পারব।

আগৈলঝাড়া শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাই- অবিলম্বে মিজানুল হক স্যারের প্রাপ্য অর্থ যেন প্রদান করা হয়। যেন আর কোনো শিক্ষক এভাবে অসহায় না হয়।

বাংলাদেশ সময়: ২০:২৭:০৮ ● ২২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ