রবিবার ● ৯ নভেম্বর ২০২৫

নাজিরপুরে প্রাথমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

হোম পেজ » পিরোজপুর » নাজিরপুরে প্রাথমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি
রবিবার ● ৯ নভেম্বর ২০২৫


নাজিরপুরে প্রাথমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

দশম গ্রেডসহ তিন দফা ন্যায্য দাবি আদায় এবং শাহবাগে শিক্ষক নেতাদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে নাজিরপুর উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ রোববার (৯ নভেম্বর) পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন।
৬৫ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সকল স্কুলের শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে স্কুল প্রাঙ্গণে অবস্থান করছেন। তাঁরা শান্তিপূর্ণভাবে শ্লোগান দিতে থাকেন এবং দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফয়সল আলম, সহ-সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নির্বাহী সম্পাদক জিয়াউল হক ও সাংগঠনিক সম্পাদক নাদিরা আক্তার কর্মবিরতিতে বক্তব্য রাখেন। তারা বলেন, আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনে নেমেছি। দীর্ঘদিন দাবি জানিয়ে কোনো ফল না পেয়ে বাধ্য হয়েছি এই কর্মবিরতিতে যেতে। শিক্ষক সমাজের মর্যাদা ও জীবিকার প্রশ্নে আমাদের আন্দোলন চলবে।
বক্তারা আরও বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। অথচ আমরা বেতন ও পদোন্নতিতে বৈষম্যের শিকার। সরকারের কাছে দাবি, দ্রুত দশম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়ন করা হোক, অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
স্থানীয় শিক্ষকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই পূর্ণদিবস কর্মবিরতি চলবে। শিক্ষার্থীদের শিক্ষার ক্ষতি যাতে না হয়, সেই বিষয়েও তারা সচেতন রয়েছেন।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৪:০৭ ● ৮২ বার পঠিত