শনিবার ● ৮ নভেম্বর ২০২৫
আমতলীতে ধর্ষণের শিকার গৃহবধূর পরিবারকে নিরাপত্তার আশ্বাস প্রসাশনের
হোম পেজ » বরগুনা » আমতলীতে ধর্ষণের শিকার গৃহবধূর পরিবারকে নিরাপত্তার আশ্বাস প্রসাশনের
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
দুই দফা ধর্ষণের শিকার সংখ্যালঘু এক গৃহবধূর পরিবারকে নিরাপত্তার আশ্বাস দিয়েছে বরগুনার আমতলী উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান ও আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান।
প্রশাসন ভুক্তভোগীর বাড়িতে পৌঁছে পরিবারের সঙ্গে কথা বলেন এবং নির্যাতনের বর্ণনা বিস্তারিত শুনেন। পরিবারকে বলা হয়, তাদের নিরাপত্তার সব ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের তৎপর থাকতেও বলা হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মামলাটি সুষ্ঠু তদন্ত করে দ্রুত চার্জশিট দেওয়া হবে এবং বাকি আসামিদের গ্রেফতারের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনায় জড়িত আমতলীর সোনাউঠা গ্রামের নজরুল হাওলাদারের ছেলে সাইফুল এবং একই গ্রামের শহীদ হাওলাদারের দুই ছেলে ইমরান ও ইমরাজের নাম উঠে এসেছে। ভুক্তভোগীর স্বামী পেশায় একজন কৃষক।
পুলিশ জানিয়েছে, প্রথম দফায় ধর্ষণের ঘটনা ঘটে ২৩ অক্টোবর রাত সাড়ে সাতটায়। দ্বিতীয়টি ঘটে ৩০ অক্টোবর দুপুরে। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না। পরে ভুক্তভোগীর স্বামী থানায় এসে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ২২:২২:১০ ● ৮৭ বার পঠিত
