শনিবার ● ৮ নভেম্বর ২০২৫

দশমিনায় হাসান মামুনের উপস্থিতিতে বিএনপির জনসভা

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় হাসান মামুনের উপস্থিতিতে বিএনপির জনসভা
শনিবার ● ৮ নভেম্বর ২০২৫


 

দশমিনায় হাসান মামুনের উপস্থিতিতে বিএনপির জনসভা

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় বিশাল জনসভা করেছে বহরমপুর ইউনিয়ন বিএনপি। শনিবার বিকেলে দশমিনা উপজেলার নেহলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

বহরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন মৃধার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মোহসীন উদ্দিন প্যাদার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের মনোনয়ন প্রত্যাশী মো. হাসান মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শাহ আলম শানু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন মৃধা, যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন, সদস্য সচিব শামিম খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজিদ আহমেদ রিডেন ও কলেজ ছাত্রদলের সভাপতি হাসান জিদনি।

সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন।

এসময় প্রধান অতিথি হাসান মামুন বলেন, সৈরাচার সরকারের নির্যাতনের মধ্যেও দশমিনা-গলাচিপার নেতাকর্মীদের সঙ্গে থেকে আমি দলীয় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমি শতভাগ আশাবাদী, দলীয় মনোনয়ন পাব এবং নির্বাচনে বিজয়ী হব ইনশাল্লাহ।

বাংলাদেশ সময়: ১৮:৪৭:২৫ ● ৪৭ বার পঠিত