শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫

রোগীরা পড়েছেন বিভ্রান্তিতে আগৈলঝাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে দালালচক্রের দৌরাত্ম্য

হোম পেজ » লিড নিউজ » রোগীরা পড়েছেন বিভ্রান্তিতে আগৈলঝাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে দালালচক্রের দৌরাত্ম্য
শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫


আগৈলঝাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে দালালচক্রের দৌরাত্ম্য

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে দালাল ও প্রতারক চক্রের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা। হাসপাতালের চেম্বার থেকে রোগী বের হওয়ার সঙ্গে সঙ্গেই কিছু ওষুধ কোম্পানির প্রতিনিধি ও দালাল ব্যবস্থাপত্রের ছবি তুলে নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর প্ররোচনা দেন। কেউ কেউ আবার মোটরসাইকেলে করে রোগীকে সরাসরি নিয়ে যান বেসরকারি সেন্টারে।

স্থানীয় বাসিন্দা ও রোগীদের অভিযোগ, হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকা সত্ত্বেও দালালদের কারণে রোগীদের প্রাইভেট ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে যেতে হয়। হাসপাতালে ডাক্তার দেখার পর রোগী বের হতেই ৪-৫ জন দালাল ঘিরে ধরে নির্দিষ্ট সেন্টারে যাওয়ার পরামর্শ দেন। অনেক ডাক্তার নিজস্ব ডায়াগনস্টিক সেন্টারের ভিজিটিং কার্ড রোগীর হাতে ধরিয়ে দেন।

রোগীদের কাছ থেকে গড়ে তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত নেওয়া হয় পরীক্ষার নামে। এই টাকার অর্ধেক কমিশন হিসেবে ভাগ পায় সংশ্লিষ্ট ডাক্তার ও দালালরা। আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় প্রায় ২০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অনুমোদন ছাড়াই চলছে। এসব প্রতিষ্ঠানে সরকারি হাসপাতালের কিছু ডাক্তার নিয়মিত বসেন। ফলে এলাকায় গড়ে উঠেছে শক্তিশালী দালাল ও প্রতারক নেটওয়ার্ক।

সম্প্রতি ফুল্লশ্রী গ্রামের এক গর্ভবতী নারী হাসপাতালে চিকিৎসা শেষে বের হলে এক দালাল জোর করে তাকে গৌরনদীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক দালাল স্বীকার করেন, তারা রোগীপ্রতি নির্দিষ্ট কমিশন পান।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব জানান, দালালদের তালিকা তৈরি করে পুলিশের কাছে দেওয়া হয়েছে। শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেন, হাসপাতালের ভবনে দুটি দালালবিরোধী সতর্কতা ব্যানার টানানো হয়েছে। হাসপাতালের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে নিয়মিত বিনামূল্যে সিজার অপারেশন ও নরমাল ডেলিভারি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০:৩১:০০ ● ৮৯ বার পঠিত