শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫
নেছারাবাদে বিপ্লব ও সংহতি দিবসে র্যালি ও আলোচনা সভা
হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে বিপ্লব ও সংহতি দিবসে র্যালি ও আলোচনা সভা
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নেছারাবাদ উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে স্বরূপকাঠী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আহমেদ সোহেল মনজুর সুমন।
সভায় সভাপতিত্ব করেন স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব কাজী মো. কামাল হোসেন। সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মঈনুল হাসান।
বক্তব্যে আলহাজ্ব আহমেদ সোহেল মনজুর সুমন বলেন, বিপ্লব ও সংহতি দিবস শুধু একটি রাজনৈতিক দিন নয়, এটি জাতীয়তাবাদী চেতনা, গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছিল, আজ সেই চেতনাই পুনরুজ্জীবিত করার সময় এসেছে।
তিনি আরও বলেন, আমাদের অঙ্গীকার- গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং একটি সুশাসিত রাষ্ট্র গড়ে তোলা। আমি বিশ্বাস করি, পিরোজপুর-২ আসনের জনগণ ধানের শীষে ভোট দিয়ে অবৈধ শাসনের অবসান ঘটাবে। নির্বাচিত হলে এ আসনকে মডেল হিসেবে গড়ে তুলব। আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৭:১২:৪৫ ● ১১৪ বার পঠিত
