বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫

নারী উদ্যোক্তাকে হয়রানির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পিংকি আক্তার

হোম পেজ » ভোলা » নারী উদ্যোক্তাকে হয়রানির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পিংকি আক্তার
বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫


নারী উদ্যোক্তাকে হয়রানির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পিংকি আক্তার

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশনে চাঁদা না দেওয়ায় নারী উদ্যোক্তা পিংকি আক্তারকে হয়রানি ও তার ব্যবসা ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। ঘটনাটি গত শনিবার ঘটলেও, আজও তিনি নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন।

পিংকি আক্তার জানান, প্রায় ১০ বছর আগে তিনি নিজ উদ্যোগে ‘প্রয়োজন গ্রুপ অব কোম্পানি’ গড়ে তুলেছেন। বর্তমানে দুলারহাট ও দক্ষিণ আইচা এলাকায় তার ৯টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে বহু নারী-পুরুষের কর্মসংস্থান হয়েছে।

তিনি বলেন, প্রায় ১৫ দিন আগে একটি অসাধু চক্র আমার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি অস্বীকৃতি জানালে গত ১ নভেম্বর ওই চক্রটি সমিতির কিছু ভুয়া গ্রাহক সাজিয়ে গুজব ছড়ায় যে, পিংকি গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে যাচ্ছেন। পরে তারা আমাকে অফিসে আটকে রাখে এবং গ্রাহকের টাকা ফেরতের দাবিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পিংকি আক্তার আরও বলেন, এদের নাম বললে তারা আমার ক্ষতি করবে। তাই আমি নাম প্রকাশ করতে চাই না। তবে নিরাপত্তার জন্য থানায় জিডি করব। সরকারের কাছে আমার অনুরোধ- আমাদের মতো নারী উদ্যোক্তাদের নিরাপত্তায় পদক্ষেপ নেওয়া হোক।

এ ঘটনায় বুধবার বিকেলে দক্ষিণ আইচা বাজারে প্রয়োজন সমবায় সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পিংকি আক্তার সেই সকল ষড়যন্ত্রকারীদের লক্ষ্য করে বলেন, আমার মতো নারী উদ্যোক্তাদের পিছনে না লেগে আপনারা নিজেরা কর্মসংস্থান তৈরি করুন।

প্রয়োজন সমবায় সমিতির গ্রাহক শাহানাজ, মরিয়ম ও রাসেল সাগরকন্যাকে বলেন, আমরা নিয়মিত জমা রাখি ও মুনাফা পাই। পিংকি আক্তারের কাজে কোনো অসঙ্গতি দেখিনি। যারা ষড়যন্ত্র করছে, তারা সমিতির সদস্য নন, চাঁদা না পেয়ে গুজব ছড়াচ্ছে বলেও তাদের দাবি।

দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া বলেন, পিংকি পালিয়ে যাচ্ছেন এমন গুজবে একদল লোক তার সঙ্গে বিরোধে জড়ায়। পুলিশ খবর পেয়ে তাকে নিরাপত্তা হেফাজতে নেয়। পরে কোনো গ্রাহক অভিযোগ না করায় বিষয়টি সমাধান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১৭:৩৮ ● ১০৪ বার পঠিত