বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫
কলাপাড়ার আলীপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সোমবার
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ার আলীপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সোমবার

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
চোখের সমস্যা নির্ণয় ও ছানি রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে জেলার কলাপাড়া উপজেলার আলীপুরে আয়োজন করা হয়েছে একদিনব্যাপী বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প।
সোমবার (১০ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ক্যাম্পটি অনুষ্ঠিত হবে আলীপুর বাজারস্থ ৭নং লতাচাপলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে।
বরিশাল রুপাতলির গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের আয়োজনে ও কুয়াকাটা ফিসিং বোট মাঝি মৎস্যজীবী সমবায় সমিতির সৌজন্যে অনুষ্ঠিত ওই ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চোখের রোগ নির্ণয়, প্রেসার মাপা, চশমার পাওয়ার পরীক্ষা, চোখ দিয়ে পানি পড়া ও নেত্রনালির সমস্যা নির্ণয়সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করবেন।
বিশেষভাবে বাছাইকৃত ছানি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে বিদেশি লেন্স সংযোজনসহ অপারেশন করা হবে বলেও আয়োজকদের সূত্রে জানানো হয়। অপারেশনের জন্য রোগীদের গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের নিজস্ব পরিবহনে ওইদিনই নিয়ে যাওয়া হবে বরিশালে।
এছাড়া চিকিৎসা ক্যাম্পস্থলে নির্ধারিত মূল্যে ঔষধ ও স্বল্পমূল্যে চশমা পাওয়া যাবে বলে জানিয়েছেন আয়োজকরা।
চক্ষু চিকিৎসা ক্যাম্পটির সার্বিক সহযোগিতা করছেন ৭নং লতাচাপলী ইউনিয়ন পরিষদ।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান জানান, গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় আগামীকাল সোমবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হবে। বিশেষ করে এলাকার গরীব অসহায় চক্ষু রোগীদের জন্য এটি গুরুত্বের সাথে আমরা বিবেচনা করছি।
বাংলাদেশ সময়: ১৮:৩৪:৪৩ ● ৩৯ বার পঠিত
