বুধবার ● ৫ নভেম্বর ২০২৫

কুয়াকাটায় রাস মেলায় মাদক সেবন, ৮ জনের কারাদণ্ড

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় রাস মেলায় মাদক সেবন, ৮ জনের কারাদণ্ড
বুধবার ● ৫ নভেম্বর ২০২৫


কুয়াকাটায় রাস মেলায় মাদক সেবন: ৮ জনের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা পৌর বাসস্ট্যান্ড এলাকায় মাদক সেবনের অপরাধে আটজনকে ১৪ (চৌদ্দ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে কুয়াকাটায় রাসমেলার আয়োজন চলছিল। এ সময় মাদকসেবীরা বেপরোয়া হয়ে ওঠে। রাত ১০টার দিকে এ দণ্ডাদেশ প্রদান করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদিক।
অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী। অভিযানের সময় পৌর বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন স্থানে মাদক সেবনেরত অবস্থায় আটজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. সুজন মিয়া (২৬), মো. ইমাম হাসান (২৭), মো. রিপন হাওলাদার (২৭), মো. ইমাম হোসেন (২০), মো. সোহেল ঘরামী (২৩), মো. আলামীন (৩০), মো. জুয়েল ঘরামী (২৩) ও মো. গোলাম কিবরিয়া (২৬)।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, মাদক সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।


এইচএ/এমআর

বাংলাদেশ সময়: ১২:১২:১৮ ● ৩৬ বার পঠিত