বুধবার ● ৫ নভেম্বর ২০২৫
ডাক্তারি পরীক্ষার জন্য প্রেরণ নেছারাবাদে ৯ বছরের শিশুকে গণধর্ষণে মামলা
হোম পেজ » পিরোজপুর » ডাক্তারি পরীক্ষার জন্য প্রেরণ নেছারাবাদে ৯ বছরের শিশুকে গণধর্ষণে মামলা
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ থানায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার জলাবাড়ী ইউনিয়নের আরামকাঠী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৯ বছর বয়সী এক শিশুকে প্রতিবেশী তিন যুবক জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাস্থল ছিল এক আসামির বাড়ির ভেতরে। ঘটনার সময় শিশুটির মুখ গামছা দিয়ে বেঁধে রাখা হয়। পরে আসামিরা শিশুটিকে হত্যার হুমকি দেয়, যাতে সে কাউকে কিছু জানাতে না পারে।
অভিযোগে বলা হয়, কয়েক দিন ধরে অসুস্থ থাকায় পরিবারের সদস্যরা শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি সে তার বাবা-মাকে জানায়। এরপর পরিবারটি আত্মীয়স্বজনদের সঙ্গে আলোচনা করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ বনি আমিন (ওসি) জানান, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুরে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।
আরএ/এমআর
বাংলাদেশ সময়: ১১:৫০:২৩ ● ১১৪ বার পঠিত
