বুধবার ● ৫ নভেম্বর ২০২৫
চরফ্যাশনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত
হোম পেজ » ভোলা » চরফ্যাশনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশনে আগুনে পুড়ে বসতঘর ছাই হওয়া ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়িয়েছে জামায়াতে ইসলামী। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোলা-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করে দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ ও চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ছালামত বেপারী বাড়িতে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ঘর দুটির অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, রাতের আঁধারে ঘুমন্ত অবস্থায় আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ছুটে আসে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় ভোরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে ঘর দুটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত গৃহকর্তা আবদুল মান্নানের মেয়ে একাদশ শ্রেণির ছাত্রী মিসু বেগম বলেন, ঘুম থেকে উঠে দেখি আগুনে ঘর জ্বলছে। কোনোভাবে প্রাণে বেঁচেছি, কিছুই রক্ষা করতে পারিনি। অপর ক্ষতিগ্রস্ত মোস্তফা বেপারী জানান, চোখের সামনে ঘর ও মালামাল সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন পরনের কাপড় ছাড়া কিছুই নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আর্থিক সহায়তা দেওয়া হবে।
এসএফ/এমআর
বাংলাদেশ সময়: ১১:৪২:০৬ ● ৩৬ বার পঠিত
