মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫

কুয়াকাটায় রাস উৎসবের প্রস্তুতি সম্পন্ন, আগমন শুরু পূণ্যার্থীদের

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় রাস উৎসবের প্রস্তুতি সম্পন্ন, আগমন শুরু পূণ্যার্থীদের
মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫


কুয়াকাটায় রাস উৎসবের প্রস্তুতি সম্পন্ন, আগমন শুরু পূণ্যার্থীদের

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

ধুয়ে মুছে যাবে সকল জাগতিক পাপ এ বিশ্বাসে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় আজ অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রাস পূজা।

সন্ধ্যায় অধিবাস, আমন্ত্রন, মঙ্গলঘট স্থাপন ও ধর্মীয় আলোচনার মধ্য শুরু হবে এ পূজার আনুষ্ঠানিকতা। রাতভর চলবে পূজার্চনা, সঙ্গীতানুষ্ঠান, ভাবগত পাঠ ও মহানাম কীর্তন। তাই এ উৎসব উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল বিকাল থেকেই কুয়াকাটা সৈকতে আগমন ঘটতে শুরু করেছে পূন্যার্থীদের।
বুধবার ভোরে গঙ্গাস্নানের মধ্য দিয়ে এ উৎসব শেষ হলেও কলাপাড়ায় রাস মেলা চলবে ৫ দিন। তাই মন্দির প্রাঙ্গনে বসেছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:১৭:২৭ ● ১৩৩ বার পঠিত