মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিশাল আকৃতির কোরাল মাছ
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিশাল আকৃতির কোরাল মাছ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
কুয়াকাটায় জেলে নুরজামালের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কোরাল মাছ। মঙ্গলবার সকালে কুয়াকাটা উপকূলে মাছটি ধরা পড়ে।
পরে প্রায় ২০ কেজি ওজনের কোরালটি বিক্রির জন্য কুয়াকাটা মাছ বাজারের মুসুল্লী ফিসে তোলা হয়। মাছটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে বিক্রির চেষ্টা চলছে।
মুসুল্লী ফিসের মালিক মো. মোস্তাফিজুর রহমান জানান, কুয়াকাটায় উপযুক্ত দাম না পেলে মাছটি ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে। সেখানে ভালো দামে বিক্রির আশা করছেন তিনি।
এদিকে, অনেক দিন পর এত বড় কোরাল বাজারে উঠায় সেটি দেখতে ভিড় করছেন স্থানীয় ক্রেতা ও দর্শনার্থীরা।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা বলেন, কুয়াকাটা মাছ বাজারে প্রতিদিনই ইলিশ, কোড়াল, রুপচাঁদা, গলদা, চাকা চিংড়ি, লাক্কা ও টুনা মাছ পাইকারি ও খুচরা দামে বিক্রি হয়। এছাড়া এখানে আধুনিক ফ্রিজিং সুবিধাও রয়েছে।
বাংলাদেশ সময়: ১২:৩২:৫৮ ● ৪০ বার পঠিত
