সোমবার ● ৩ নভেম্বর ২০২৫

বরগুনা-১ আসনের ধানের শীষ পেলেন নজরুল ইসলাম মোল্লা

হোম পেজ » বরগুনা » বরগুনা-১ আসনের ধানের শীষ পেলেন নজরুল ইসলাম মোল্লা
সোমবার ● ৩ নভেম্বর ২০২৫


বরগুনা জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বরগুনা জেলা বিএনপির আহবায়ক মো: নজরুল ইসলাম মোল্লাকে। সোমবার নাম ঘোষণার পরে বরগুনা জেলা বিএনপি অফিসে নেতা কর্মিদের উপচেপড়া ভির পরিলক্ষিত হয়েছে।

বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা সাংবাদিকদের বলেন, দলের মনোনয়ন পেয়ে আল্লাহর কাছ শুকরিয়া আদায় করছি। আমাকে মনোনয়ন প্রদান করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুসহ বিভাগীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণ করছি। ১৯৯১ সালের পর বরগুনায় কখনো বিএনপির প্রার্থী দেওয়া হয়নি। এই এলাকার সিংহভাগ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। এবার তাদের প্রত্যাশা পূরণ হয়েছে। ইনশাআল্লাহ এবার আমাদের বিজয় হবে।

এ আসনে বিএনপির প্রার্থীর সঙ্গে লড়বেন বাংলাদেশ ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এবং বাংলাদেশ জামায়াত ইসলামির বরগুনা জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ মহিবুল্লাহ হারুন।

উল্লেখ্য, বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলার নিয়ে বরগুনা-১ আসন।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৩৫ ● ১৩৭ বার পঠিত