কলাপাড়ায় ৩৫ মণ জাটকা ইলিশ জব্দ, পরিবহন চালককে জরিমানা

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ৩৫ মণ জাটকা ইলিশ জব্দ, পরিবহন চালককে জরিমানা
সোমবার ● ৩ নভেম্বর ২০২৫


কলাপাড়ায় ৩৫ মণ জাটকা ইলিশ জব্দ, পরিবহন চালককে জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকাগামী ছয়টি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিটি বাসচালককে দুই হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কলাপাড়া পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। অভিযানে মৎস্য বিভাগ ও কলাপাড়া থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

তল্লাশিতে একাধিক বস্তায় ছোট আকারের ইলিশ পাওয়া যায়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছগুলোর গড় দৈর্ঘ্য প্রায় ১০ ইঞ্চি, যা জাটকা হিসেবে শনাক্ত হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদীক বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকার প্রতি বছর ৮ মাস জাটকা ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ করেছে। ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ৭:৫৮:৩৩ ● ১৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ