শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫

মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা

হোম পেজ » লিড নিউজ » মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা
শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫


মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

আজ মধ্যরাত থেকে পটুয়াখালী সহ দেশের সব সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকারের উপর ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য বিভাগ এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

নিষেধাজ্ঞা চলাকালে ১০ ইঞ্চির ছোট জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত সম্পূর্ণভাবে দণ্ডনীয় অপরাধ। আগামীকাল ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আইন অমান্য করলে একজনকে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম সাগরকন্যাকে জানান, জাটকা রক্ষার জন্য জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশ সমন্বয়ে সাগর ও নদীতে অভিযান চলবে। তিনি আরও বলেন, জাটকার অবরোধ সফল করতে সব ধরনের তৎপরতা নেওয়া হবে।

জেলা মৎস্য অফিস জানায়, এই ৮ মাসের অবরোধকালীন জেলার নিবন্ধিত ৮৯ হাজার জেলেকে ভিজিএফ কর্মসূচির আওতায় ৪ মাসে মাসে ৪০ কেজি করে চাল প্রদান করা হবে।

এদিকে, জাটকা বিপনন কার্যক্রম সচল রাখতে পুরাতন সিন্ডিকেটটি সক্রিয় হবার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১২:০১:১৭ ● ১১৬ বার পঠিত